⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
পরিবর্তন হলাে জীবন , পরিবর্তন হলাে প্রগতি ও পরিবর্তন হলাে কৃষ্টি ও সভ্যতা , নিশ্চল হলাে উন্নয়ন রােধ করা এবং ক্ষয় , মৃত্যু ও ধ্বংস ছাড়া আর কিছুই নয় । বিশ্বে কোন কিছুই মহৎ নয় তাহলে নিশ্চল ; সবকিছু মহান তাহলাে গতিময় ।
গণতন্ত্র একপ্রকার সরকার পদ্ধতি যা বাকস্বাধীনতা এবং ধর্মীয় ও রাজনৈতিক মতবাদের স্বাধীনতার সুযােগ দেয় । এর অর্থ হচ্ছে সামাজিক শ্রেণিবিভেদ না করে সকল নাগরিকের প্রতি ন্যায়সংগত ও সমান আরেণ করা । বস্তুত গণতান্ত্রিক দেশে জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করে , যারা জনগণের জন্য কাজ করেন । গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন । গণতান্ত্রিক দেশে মানুষ অন্ন , বস্ত্র , বাসস্থান , শিক্ষা , চিকিৎসা ও অন্যান্য সুযােগ সুবিধা উপভােগ করে থাকে । জনগণই ক্ষমতার উৎস । অর্থাৎ গণতান্ত্রিক দেশে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী । তৎকালীন আমেরিকার মহান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে “ জনগণের সরকার , জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার ” বলে সংজ্ঞায়িত করেন । আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ । আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আশা করি । এর জন্য কেবল জনগণের সরকারই যথেষ্ট নয় । এর জন্য অন্যতম প্রয়ােজন হচ্ছে একটি দুর্নীতিমুক্ত সমাজ ।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে , অন্যথায় গণতন্ত্র হবে অরণ্যে রােদন মাত্র
বিবর্তন ও আবর্তন প্রকৃতির নিয়ম , সকল প্রগতি গঠন ও উন্নয়নের মূল । সময়ের সর্বদা গতি আছে এবং উত্থান পতন আছে , মানবসভ্যতার মানব সংস্কৃতির উত্থান পতন আছে এবং মানুষের রুচি ও আগ্রহ , অনুরাগ ও উদ্দেশ্য , পছন্দ ও অপছন্দ আছে । একঘেয়েমি বিরক্তিকর ; বৈচিত্র হলাে জীবনকে তৃপ্তিকর করা ; পরিবর্তন হলাে জীবন ও উচ্ছ্বাস এর আগ্রহ , এর অর্থ । মানবিক প্রতিষ্ঠানে উত্থান ও পতন ঘটে এবং আদেশ ও শৃঙ্খলা , পুরাতন আইন ও শৃঙ্খলা , পুরাতন পদ্ধতি ও প্রক্রিয়া সবকিছু ত্যাগ করা হচ্ছে নতুন অবস্থা ও চাহিদার জন্য যদি পরিবর্তন না থাকে , তাহলে আমাদের জীবন অসার বিষন্ন ও অর্থহীন প্রতিপন্ন হবে । আমাদের জীবন হলাে ভােগ্যযােগ্য , ভাবপ্রবণ ও কাঙিক্ষত শুধু পরিবর্তন ও পর্যায়ক্রম , সামান্য পরিবর্তন ও নতুন ও অভিনবত্বের কারণে এবং এই পছন্দ ও আগ্রহ , উদ্দেশ্য ও অনুরাগের কারণে এই পরিবর্তন আমরা রাজত্ব , গণতান্ত্রিক রাষ্ট্র , পুঁজিবাদ , সমাজতন্ত্র , জাতীয় ও আন্তর্জাতিকতা দেখেছি ।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
অশিষ্টভাবে বললে , জাতির শক্তির রহস্য মূলত নির্ভর করে এর পরিবর্তন ও পুনর্বিন্যাসের সামর্থ্যের উপর । এখানে আমাদের দৃষ্টি দিতে ভুলে যাওয়া উচিত নয় যে এখানে সভ্যতার মানব ইতিহাসে ধীর ও দ্রুত পরিবর্তন হয়েছে । চরম ও শান্ত পরিবর্তনের ক্ষেত্রে মানবসভ্যতা বিপদ , ঝামেলা , বিষন্ন ও অসুবিধার সম্মুখীন হতে পারে । যদি জীবন বিধান ও প্রকৃতি অবিরাম কাজ করতে থাকে , তাহলে কিছুই এর অবস্থায় থাকবে না । সংক্ষেপে , সেকালে ধারণা ও জীবনের মূল্যবােধ দুর্বল ও নানা অংশে বিভক্ত হয়েছে । সময়ের অগ্রগতিতে জীবনে নতুন ধারণা ও মূল্যবােধ , সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক , ধর্মীয় নির্বশেষে পুরাতন ভগ্নাবশেষের উপর আবির্ভূত হয়েছে ।
শিক্ষা একটি পদ্ধতি যা কোন প্রতিষ্ঠান যেমন- বিদ্যালয় , মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষাদানের মাধ্যমে মনের বিকাশ ঘটায় । এটি মানসিক ও বুদ্ধিগত প্রশিক্ষণ যা বৃদ্ধির সুযােগ এনে দেয় এবং উন্নতির পথে সকল বাধা ও প্রতিবন্ধকতাকে জয় করতে সাহায্য করে । আবার শিক্ষার উদ্দেশ্য হলাে ব্যক্তিসত্তাকে আলােকিতকরণ এবং তার দক্ষতাকে সর্বোচ্চ সীমানায় উন্নয়ন ঘটানাে । সম্মুখে অগ্রসর হওয়ার জন্য সঠিক তথ্যকে নির্বাচন করার ক্ষেত্রে ব্যক্তিসত্তাকে প্রশিক্ষণ দেওয়াই শিক্ষার কাজ । শিক্ষা আমাদের মনকে উন্নত করে এবং চেতনা শক্তিকে পরিশুদ্ধ করে । এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন এবং অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হতে সাহায্য করে । নিউম্যানের মতে , “ শিক্ষা একজন মানুষকে তার মতামত ও বিচার সম্বন্ধে স্বচ্ছ ধারণা প্রদান করে , তাদের উন্নয়নে এটা এক সত্য , তাদের প্রকাশ করার বাগ্মিতা ও ব্যবহার করার শক্তি উন্নত করে । তাই , শিক্ষাকে প্রায়ই আলাের সাথে তুলনা করা হয় যা অজ্ঞতার অন্ধকারকে দূরীভূত করে এবং আমাদেরকে শুদ্ধ ও অশুদ্ধের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে । শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলাে অভ্যাস ও আচরণের সীমাবদ্ধতা যা তার মানবতাকে সীমিত করে তােলে তা থেকে মানুষের মুক্তি আবশ্যক । তিনি আরও বলেন , শিক্ষার উচিত মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বকে বৃদ্ধি করা যা অপেক্ষাকৃত ভালাে পরিবর্তনের অনুঘটক হিসেবে ব্যবহার করা যেতে পারে ।
onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️