সুপরিকল্পিত পরিবার পরিকল্পনা সবার জীবনের সমস্যা হওয়ার আগে শুধরে নেওয়া প্রয়োজন যে বিষয়গুলি


⚜️আস্সালামুআলাইুম⚜️…... বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 

সুপরিকল্পিত ছাড়া কোন কাজ কখনও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না । ব্যক্তিগত প্রয়োজনেই হােক আর সামাজিক কর্মীয় প্রয়ােজনেই হােক পরিকল্পিত পরিবারের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য । পরিবারের নির্দিষ্ট আস্কারা একটি সুন্দর ও উন্নত জীবনযাপন করাই পরিকল্পিত পরিবারের মূল উদ্দেশ্য । পরিকল্পিত পরিবারের লক্ষ্যসমূহ হলাে- ১ ) সন্তানের জন্মদান ঘটনাক্রমে না হয়ে ইচ্ছানুযায়ী হওয়া । ২ ) আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করা । ৩ ) মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা । ৪ ) পরিবারের সামগ্রিক কল্যাণের চেষ্টা কর্য । সীমিত সম্পদের মধ্যে যদি ক্রমাগত জনসংখ্যা বাড়াতে থাকে তাহলে স্বাভাবিক কারণেই দৈহিক স্বাস্থ্যের অবনতি ঘটে । পরিবারের আয়ের চেয়ে ব্যয় বেশি হয় এবং সুখ - শান্তি ব্যাহত হয় । অপরপক্ষে পরিকল্পিত পরিবারে- ১ ) মায়ের স্বাস্থ্য অটুট রাখতে সহায়তা করে । ২ ) সন্তানের স্বাস্থ্য , শিক্ষা , আহার ও স্বাচ্ছন্দ্য বিধানের সহায়তা করে । ৩ ) পরিবারের মান উন্নয়নে সহায়ক হয় । ৪ ) একটি সুখী ও সার্থক পারিবারিক জীবন গড়ে তুলতে পারে ।

 👉প্রতিবন্ধী শিশু বলতে আমরা সেইসব শিশুকে বুঝে থাকি যাদের আচরণ স্বাভাবিক মানের নয় , স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক নীচে । যারা শারীরিক , মানসিক , অথবা সামাজিক সমস্যার জন্য দৈনন্দিন জীবনের চাহিদা পূত্রণ করতে পারে ময় প্রতিবন্ধী শিশুদের আওতায় পড়ে- ক ) শ্রবণ প্রতিবন্ধী , খ ) দৃষ্টি প্রতিবন্ধী , গ ) শারীরিক প্রতিবন্ধী , ঘ ) মানসিক প্রতিবন্ধী , ) পাঠ গ্রহণে অক্ষমতা বা শিখন অক্ষমতা , চ ) আচরণ বৈকল্য বা আবেগগত ভাবে ক্ষতিগ্রস্থ , ছ ) ভাব বিনিময় বৈকল্য ( কথা বলা ও ভাষা ) , জ ) গুরুতর বাঁধা গ্রস্থ প্রতিবন্ধী ইত্যাদি ।  পরিবারকে আদর্শ , সুখী ও সচ্ছল করার জন্য পরিকল্পিত পরিবারের প্রয়ােজনীয়তা আজ সর্বজন বিদিত । পরিবারে পছন্দ অনুযায়ী যদি সম্ভান আপসে তাহলে তার পরিচর্যায় সাধারণত কোন ত্রুটি থাকে না । সন্তান মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পরিচর্যায় আরম্ভ হয় । সুস্থ মা সুস্থ সন্তানের জননী । মার সুস্থতার কারণে সন্তান সুস্থ হিসেবে ভূমিষ্ট হয় ও মা নিজেও সস্তানকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত ভাবে বড় করে তুলতে পারেন । তিনি সন্তানকে সময় দিতে পারেন ও সস্তালের যত্নের প্রতি গভীর মনােযোগ দিতে পারেন । শিশুর প্রয়ােজনমত খাদ্য , পােশাক , চিকিত্সা সব যৌলিক চাহিদা পূরণ করতে পারেন । পরিকল্পিত পরিবারের সদস্যরা শিশুর লাল পালনে অধিক সময় দিতে পারেন ! পরিকল্পিত পরিবারে শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি সঠিক ভাবে হয়ে থাকে । শিশুদের এক্ষেত্রে সকল ধরণের প্রয়ােজন পরিবার মেটাতে পারেন । পরিকল্পিত পরিবার আর্থিক দিক থেকে সচ্ছল হয় বলে শিশু জন্মাবার পর থেকে তার সব চাহিদা মা - বাবা পূরণ করতে পারেন । পরিকল্পিত পরিবারে শিশুর মানসিক বিকাশ ও সুস্থতার জন্য নানা ধরনের চিত্ত - বিনোদনের ব্যবস্থা করা হয় । যার ফলে শিক্তি - মানসিক ভাবে সুস্থ ও ভাল থাকে , হাসিখুশী থাকে । শিশু এক অনাবিল স্নেহ মায়া , মতা , ভালবাসার মধ্যে এক সুন্দর পরিবেশে বড় হয় । শিশুর শৈশব কাল থেকে উপযুক্ত সেহ - মায়ামমতায় বড় হয় বলে তার মানসিক স্বাস্থ্য ভাল হয় । পর্যন্ত পরিমাণে খাদ্য , বস্ত্র , চিকিৎসা , শিক্ষা , চিত্তবিনোদন ইত্যাদি প্রয়ােজন সামগ্রী তার দৈহিক , মানসিক , সামাজিক ও আবেগিক বিকাশকে স্বাভাবিক গুভিতে এগিয়ে নিয়ে যায় । এবং ভবিষ্যতে শিশু ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুনাগরিক হিসাবে গড়ে উঠে । শিশু বিকাশের ধাপগুলাে বয়সসীমাসহ হলাে ১ ) জন্মপূর্ব বিকাশ , সময় ও গর্ভধারনের পর থেকে জন্ম লাভ পর্যন্ত । ২ ) নবজাত কাল , সময় ও শিশু জন্মের পর হতে ২ সপ্তাহ বা ১৪ দিন পর্যন্ত বিস্তৃত । শিশুকাল , সময় ৪ ২ সপ্তাহ হতে ২ বছর । ৪ ) প্রাথমিক শৈশব কাল , সময়  ঃ ২ বছর থেকে ৫/৬ বছর । ৫ ) বিলম্বিত শৈশব কাল বা শৈশবের শেষ পর্যায় , সময় ও ৬ বছর থেকে ১২ বছর । বয়ঃসন্ধিকাল , সময় ৪ ১৩ বছর থেকে ১৮/১৯ বছর ।

 onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️