⚜️আস্সালামুআলাইুম⚜️…... বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
বাংলাদেশে মাদকাসক্তির কারণসমূহ , মাদকাসক্তির ক্ষতিকর প্রভাৰসমূহ :- মাদকাসক্তির সংজ্ঞা ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্যে আসক্তকে মাদকাসক্ত বলা হয় । মাদকাসক্তি হল এক প্রকার আহ বিনাশকারী নেশা । মাদকাসক্তি একটি স্নায়ুবিক ধারণা হলেও মাদকাসক্ত ব্যক্তির আচার - আচরণে অসঙ্গতি দেখা দেয় । বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞানুযায়ী “ মাদকাসক্তি এমন একটি মানসিক প্রতিক্রিয়া , কখনাে বা শারীরিক প্রতিক্রিয়া , যা ঐীবিত প্রাণী ও মাদকের মিথক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয় । প্রতিক্রিয়ার উল্লেখযােগ্য হচ্ছে- মাদক দ্রব্যটি কম বেশি নিয়মিত গ্রহণের দুর্দমনীয় ইংল্য , মাদকদ্রব্য সৃষ্টির ফল বা প্রতিক্রিয়া পাবার তীব্র আকাঙ্খ অথবা মাদকদ্রব্য না থাকার অস্বস্তিএড়ানাে প্রচেষ্টা । সুতরাং মাদকদ্রব্য বলতে মল , গাঁজা , হেরােইন , প্যাথেড্রিন , আফিন , ভং ইত্যাদি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা নেশাগ্রস্তদ্রব্যাদি সেবন করাকে মাদকাসক্তি বলে । মাদকাসক্তির কারণ ও মাদকাসক্তি হওয়ার পেছনে যে কারণগুলাে দায়ী তা হলাে ১ ) ব্যর্থতা ৪ জীবনের যে কোন ব্যর্থতা থেকেই জন্ম নেয় হতাশা । হতাশাগ্রস্তমানুষ কল্পনায় মুক্তির পথ খুজতে যেদে অনেক সময় সঙ্গদোষে শখ করে মাদকাসক্ত হয়ে পড়ে । ২ ) কৌতুহল ও কৌতুহল প্রিয় তারণ্য অনেক সময় সখ করে মাদক গ্রহণ করে পরে আসক্ত হয় পড়ে । ৩ ) সঙ্গদোয় ও অধিকাংশ যুবক মাদকাসক্ত ব্যক্তি তার সঙ্গীদেরও নেশায় ' জগতে আনার আপ্রাণ চেষ্টা করে । ৪ ) শিল্পায়ণ ও শহরায়ণ ও শিল্পায়ণ ও শহরায়নের ফলে মানুষ কর্মসংস্থানের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে বলে স্বামী । সন্তানরা অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে । ৫ ) দারিদ্র্য ও চরম দারিদ্র্য অবস্থায় নিপতিত হয়ে অনেকে অভাব - অনটনে অন্ন - বস্ত্রের সংস্থান করতে না পারায় দুঃসহ যাতন থেকে ক্ষণিকের মুক্তির জন্য মাদকাসক্ত হয় । ৬ ) আনন্দদায়ক অনুভুতি ও মাদক গ্রহণকারীদের মধ্যে এক ধরণের আনন্দায়ক অনুভুতি সৃষ্টি হয় । এ আনন্দদায়ক অনুভূতির জন্যে অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে । ৭ ) পিতামাতার অনাদর ও সিংহভাগ মাদকাসক্তের পিছনে মূলকারণ পিতা - মাতার অনাদর আর অবহেলা । আধুনিক যুগে পিতা - মাতার অতিরিক্ত ব্যস্ততার কারণে সাহচর্য ও আদর বঞ্চিত ছেলে মেয়েরা হতাশা ও নিরাপত্তাহীনতায় ভােগে । এর ফলে তারা মাদকাসক্ত হয়ে পড়ে । ৮ ) স্নায়ু চাপ ও পড়াশুনা ব্যবসা - বাণিজ্য কিংবা পারিবারিক জীবনে জটিল সামাজিক চাপের সম্মুখিন হয়ে অনেক সময় সাময়িকভাবে সাময়িক চাপ থেকে বাচার জন্য মাদক দ্রব্য গ্রহণ করে । ৯ ) অপসংস্কৃতি অনুপ্রবেশ ও পাশ্চাত্য সংস্কৃতির অনুপ্রবেশে বিদেশী ছায়াছবির কুরুচিপূর্ণ যৌন - উত্তেজক ও রােমাঞ্চকর ছবি ভিসিআর তরুণদের নেশা গ্রহণে উৎসায়িত করে । ১০ ) . অজ্ঞতা ঃ নিম আয়ের লােকেরা অজ্ঞতাবশত ভয়াবহ পরিণতি না জেনেই কান্ড - জ্ঞানহীন ভাবেই মাদক দ্রব্য গ্রহণ করে থাকে । মাদকাশক্তির ক্ষতিকর প্রভাব : ১ ) মৃত্যুহার বৃদ্ধি পায় । ২ ) কর্ম ক্ষমতা হারিয়ে দরিদ্র জীবন - যাপন । ৩ ) অপরাধ প্রবণতা বৃদ্ধি । ৪ ) স্বাভাবিক জীবনযাত্রা ও শৃংঙ্খলা ব্যাহত হয় । ৫ ) দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় , ফলে পারিবারিক ভাঙন , আত্মহত্যা বৃদ্ধি পায় । ৬ ) অধিক লাভের আশায় মাদক পাচারকারী দেশের সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু করে দেয় । ৭ ) শারীরিক ও মানসিক পঙ্গুত্ব বৃদ্ধি হ্রাস পায় । ৮ ) আম সৃজনী শক্তি হ্রাস পায় । ৯ ) মাদকাসক্ত ব্যক্তিরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নারী অপহরণ , পতিতালয়ে গমন করে । ১০ ) সামাজিক বিশৃঙ্খলার জন্ম দেয় । উপসংহার ও পরিশেষে বলা যায় যে , বহু কারণে বাংলাদেশে মাদকাসক্তি বিদ্যমান । এ সকল কারণে যে কোন একটিতে আক্রান্ত হলেই জনগণ নেশাগ্রস্তহতে পারে ।
onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️