⚜️আস্সালামুআলাইুম⚜️…... বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
একজন চুড়ান্ত ব্যবহারকারী এবং পেশাজীবিরা কী ধরনের নৈতিক নীতিসমূহ পালন করবে তা আলােচনা নির্দেশনা থাকা উচিত , অধিকাংশ কোম্পানি বা সংগঠন তাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির নৈতিক ব্যবহারের জন্য হিসেবে বিবেচনা করে এবং এই সম্পদ শুধুমাত্র কর্ম সম্পর্কিত ক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যক্তিগত প্রয়ােজনে নয় । এই প্রশ্নের আর একটি উত্তর পরীক্ষা করা যাক । প্রযুক্তির নৈতিকতার প্রশ্নে IS প্রফেশনাল কর্তৃক কিছু Code of conduct প্রদান করা হয়েছে । এই Code of conduct গুলাে Association of Information Technology processionals সংক্ষেপে AITP প্রদান করা হয়েছে । AITP Standards of professional conduct নিচে দেওয়া হলাে : নিয়ােগকর্তার প্রতি আমার দায়বদ্ধতা থেকে , আমি স্বার্থের দ্বন্দ্ব পরিহার করব এবং নিশ্চয়তা দেব যে , আমার সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে নিয়ােগকারী অবহিত আমার উপর অর্পিত সকল তথ্যের গােপনীয়তা সংরক্ষণ করব । গ . যে কোন ঘটনা থেকে উৎসাহিত তথ্যের ভুল ব্যাখ্যা বা গােপন করব না । যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন ছাড়া তথ্য সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না । কম্পিউটারের এটিকে ব্যক্তিগত প্রাপ্তি বা সন্তুষ্টির জন্য ব্যবহার করব না । সমাজের প্রতি আমার দায়বদ্ধতা থেকে , আমি আমার দক্ষতা এবং জ্ঞানকে সমাজের সকলকে অবহিত করব । আমার সামর্থ্যের মধ্যে আমি বা আমার কর্ম দ্বারা উৎপাদিত পণ্য সমাজ দায়িত্বপূর্ণভাবে ব্যবহৃত হবে । স্থানীয় , প্রাদেশিক বা সরকারে সকল আইনসমূহ সমর্থন , মান্য ও সম্মান প্রদর্শন করব । সাধারণ জনগণ সম্পর্কিত কোন তথ্যের ভুল ব্যাখ্যা বা গােপন করব না এমনকি ঐ সকল তথ্যকে বিনা চ্যালেঞ্জে অনুমােদন করব না । ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অননুমােদিত উপরে গােপন জ্ঞান বা ব্যক্তিগত প্রকৃতি ব্যবহার করব না ।
ভাইরাস ডিফেন্সেস Virus Defenses Internet , e - mail বা অন্যান্য যে কোন প্রক্রিয়ায় Computer virus ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক কোম্পানি Anti virus defense system গড়ে তুলেছে । এটি মূলত IS বিভাগ কর্তৃক কেন্দ্রীয়ভাবে ডিস্ট্রিবিউশন এবং updating করা হয় আবার কিছু কিছু কোম্পানি Outsourcing এর মাধ্যমে virus protection এর দায়িত্ব তাদের Internet service providers বা telecommunication বা security management কোম্পানিকে দিয়ে থাকে । এর কারণ হলাে McAfee ( virus scan ) এবং Symantec ( Norton Antivirus ) এর মত Antivirus software কোম্পানিগুলাে আদের antivirus software গুলাের নেটওয়ার্ক ভার্সন বাজারে ছেড়েছে । ফলে তারা ISP এবং অন্যান্য যে কোন ক্রেতার চাহিদা পূরণ করতে পারছে । এ ছাড়াও Antivirus কোম্পানিগুলাে " Security suits " নামে সমন্বিত Software প্যাকেজ বাজারে ছেড়েছে । এগুলাে firewall , Web security , এবং Content blocking features সহ virus protection প্রদান করছে ।
আরও কিছু নিরাপত্তা কৌশল রয়েছে যা বাস্তবায়ন করতে পারলে সাইবার সন্ত্রাস সহ নানা ধরনের সাইবার আক্রমণ হতে প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি ও তথ্য পদ্ধতিসমহ Internet ও অন্যান্য নেটওয়ার্কের নিরাপত্তা বিধান করা যায় । অন্যান্য নিরাপত্তা কৌশলে হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটোই রয়েয়ছে । যেমন- Fault tolerent computers and security monitor 4 Security policies and procedures , Like Danwords and backup files . এ সকল কিছুই কোন একটি প্রতিষ্ঠানের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কৌশল যা আজকাল প্রায়ই ব্যবহৃত হচ্ছে । নিম্নে আন্যান্য নিরাপত্তা কৌশল আলােচনা করা হল S. Security code : সাধারণত নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য multilevel password সিস্টেম ব্যবহার করা নিরাপদ । প্রথম একজন চূড়ান্ত ব্যবহারকারী তার ব্যক্তিগত পরিচিতি নম্বর দিয়ে কম্পিউটার Log on করলে অথবা তার user ID ব্যবহার করবে , দ্বিতীয় ব্যবহারকারীকে সিস্টেমে প্রবেশের জন্য আর একটি Password ব্যবহার করতে বলা হবে । Danword একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা উচিত এবং Password কোথাও লিখে না রেখে মুখস্থ e tot Password 467 Upper case , Lower case , Symbol , Caps Lock on / off to সমন্বয়ে তৈরি করা উচিত । তৃতীয়ত কোন একটি নির্দিষ্ট File এ প্রবেশের জন্য Unique file Narme প্রবেশ করানাে । কোন কোন সিস্টেমে কোন File read করার জন্য Password প্রয়ােজন হলে file write করার জন্য । আলাদা password ব্যবহার করা ভাল । এই পদ্ধতিতে সংরক্ষিত ডাটার অধিকতর নিরাপত্তা প্রদান করে । যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা করার প্রয়ােজন হয় তাহলে Password কে Scrambled অথবা excrypied করা উত্তম । অধিকন্তু Micro processor সম্মলিত Smart card ব্যবহার করে আমরা সিস্টেমকে আরও Secure করতে পারি । Backup files : ব্যাকআপ ফাইল বলতে কোন প্রােগ্রাম । ডাটা ফাইলের ডুপ্লিকেট ফাইলকে বুঝায় । এটি নিরাপত্তা ব্যবস্থার একটি অন্যতম পদ্ধতি । File গুলােকে File retention পদ্ধতি দ্বারা নিরাপদ করা যায় । retetion হলাে storing copies of file from previous periods । যদি বর্তমান ফাইল ধ্বংস হয়ে যায় তাহলে পূর্বের পর্যায়ের ফাইলকে নতুন চালু ফাইলকে পুনর্গঠনের জন্য ব্যবহার করা যায় । কখনও কখনও কয়েক জেনারেশন ফাইলকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় । তাই পূর্বের Master file কে ব্যাক আপ উদ্দেশ্য সংরক্ষণ করা হয় । এ জাতীয় ফাইলগুলােকে Off - premise এ সংরক্ষণ করা হয় । কখনও কখনও এটি ডাটা সেন্টার থেকে দূরে Special storage vault এ রাখা হয় । Security monitor : কোন একটি নেটওয়ার্কের নিরাপত্তা Specialized system software প্যাকেজ দ্বারা ব্যবস্থা করা হয় । একে System Security Monitor বলে । System Secuerity Monitor হলাে এমন এক ধরনের Program যা কম্পিউটার সিস্টেমের ব্যবহার , নেটওয়ার্ক ইত্যাদি নিরাপত্তা প্রদান করে এবং অননুমােদিত ব্যবহার , প্রতারণা এবং তথ্য ধ্বংসের হাত হতে রক্ষা করে । এ ধরনের প্রােগ্রাম এমন এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে যার মাধ্যমে শুধু অনুমােদিত ব্যক্তি নেটওয়ার্কে প্রবেশ করতে পারে । এজন্য Identification code এবং Password ব্যবহার করা হয় । Security monitor কোন একটি কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার , সফটওয়্যার এবং ডাটা সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করে । এমনকি অনুমােদিত ব্যক্তিও কিছু নির্দিষ্ট Devices ব্যবহার করতে পারে না । অধিকন্তু Security প্রােগ্রাম কম্পিটার নেটওয়ার্ক ব্যবহার পর্যবেক্ষণ করে এবং যে কোন ধরনের অপব্যবহারের পরিসংখ্যানীক তথ্য সংগ্রহ করে ।
onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️