বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নত বৃহত্তর করতে দেশের বাইরের অঙ্গনে পন্য রপ্তানি প্রসার করে নিন ধাপে ধাপে


⚜️আস্সালামুআলাইুম⚜️…... বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 

সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের মাঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে পরস্পরকে জানা ও সমৃদ্ধিশালী জীবনযাপনের অদম্য স্পৃহা বিদ্যমান ছিল । কিন্তু নানা প্রতিকূলতার কারণে বিপুল এ বিশ্বের সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব ছিল না । যােগাযােগের সমস্যা এবং বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও অর্থনৈতিক বাধা সকল মানুষকে এক হওয়ার সুযােগ থেকে বঞ্চিত করে রেখেছে বহুদিন । কিন্তু কালের চক্রে মানসিক অবস্থার পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটার ফলে মানুষ আজ নিজেকে শুধু ছােট্ট এক গৃহ নয় বরং সমগ্র একটি গ্রামের বাসিন্দা মনে করতে পারছে । মানুষের এ উন্নত ধ্যান - ধারণার মূলে যে জিনিসটি কাজ করেছে তা হচ্ছে বিশ্বায়ন ( Globalization ) । যুগের প্রয়ােজনে মানুষ বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে নিজেদের শক্তি - সামর্থ্য , মূলধন , প্রযুক্তি , উৎপাদন কৌশল , সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড বিশ্বব্যাপী অবাধ চলাচল ও পারস্পরিক সহযােগিতার মাধ্যমে এগুলাের সর্বাধিক ব্যবহারকে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য হৃদ্যতা , আন্তরিকতা ও সহমর্মিতার যে সেতুবন্ধন রচনা করতে চাচ্ছে তাই হচ্ছে বিশ্বায়নের মূলমন্ত্র ।

বিশ্বায়ণের ধারণা Concept of Globalization বিশ্বায়নের ধারণা উপলব্ধি করা খুব সহজ নয় । বিশ্বায়নকে মূলত একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়েছে । বিশ্বায়ন নির্দিষ্ট কোনাে একটি বিষয়ের উপর সীমাবদ্ধ নয় । বর্তমানে বিশ্বায়ন বিশ্বজনীন ও সর্বজনীন হিসেবে স্বীকৃত । স্বাভাবিক দৃষ্টিতে বিশ্বায়ন প্রক্রিয়া বাণিজ্যিক মনে হলেও শুধুমাত্র বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি । রাজনীতি , সংস্কৃতিসহ সকল বিষয় বিশ্বায়নের আওতায় আনা হয়েছে । এ কারণে এককথায় বিশ্বায়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞা দেওয়া সম্ভব নয় । তবে সাধারণভাবে উৎপাদন , বাণিজ্য , বিনিয়ােগ , পণ্য , পরিসেবা , তথ্য , প্রযুক্তি ও শিল্প ইত্যাদির বিশ্বব্যাপী বিস্তারকেই বলা যায় বিশ্বায়ন । অন্যভাবে বলতে গেলে বিশ্বায়ন হলাে পুঁজিবাদী বিশ্বের আধুনিক সংস্করণ মুক্তবাজার অর্থনীতির বিকাশ সাধন করা । বিশ্বায়ন প্রক্রিয়ার শুরুতেই বিশ্ব থেকে ক্ষুধা , দারিদ্র ও অনুন্নয়ন দূর করার বিপুল সম্ভাবনার বাণী শােনানাে হয়েছিল । বলা হয়েছিল , শান্তি ও সহযােগিতার মাধ্যমে উন্নয়নের সুফল বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌছে দেওয়া হবে । বিশ্বের এক দেশের সঙ্গে অন্য দেশের , ব্যক্তির সাথে ব্যক্তির আত্মনির্ভরশীলতা ঘটানাের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ।

 বর্তমান যুগে বড় এবং ছােট অধিকাংশ কোম্পানিই তাদের পণ্য বা সেবা সরবরাহ এবং বিক্রয়ের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল । আমদানি ও রফতানি বাণিজ্যের ফলে প্রতিটি দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটছে । বিভিন্ন দেশের সাথে লেনদেনের ফলে প্রতিদিনই বৈদেশিক বিনিময় হারও ( Exchange Rate ) পরিবর্তিত হচ্ছে । বৈদেশিক মুদ্রার এরূপ পরিবর্তনের হার প্রতিদিনই প্রতিটি দেশ প্রকাশ করছে । যেমন- আমাদের দেশের প্রতিদিনের সংবাদে শুনতে পাওয়া যায় আজকের দিন শেষে প্রতি ডলারের মূল্য একটি কোম্পানি যখন বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে থাকে তখন ঐ কোম্পানি নানারকম অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে । যেমন- বিদেশের বাজারে পণ্যের অপ্রতুলতা , শ্রমিক ধর্মঘট ( Labor strikes ) এবং বিদেশে পণ্য সরবরাহের জন্য যানবাহনের বিলম্ব ( delay ) ইত্যাদি । এছাড়াও বৈদেশিক বাণিজ্যের কারণে বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লাভ বা ক্ষতিও হতে পারে । যেমন- যদি বাংলাদেশের কোন কোম্পানি আমেরিকার কোন কোম্পানির নিকট হতে একটি মেশিন বাকিতে ক্রয় করে তাহলে বাংলাদেশী কোম্পানিকে মেশিনের মূল্য আমেরিকান ডলারের ( $ ) তে পরিশােধ করা হতে পারে । এক্ষেত্রে বাংলাদেশী কোম্পানি টাকাকে আমেরিকান ডলারের ( $ ) এর সাথে বিনিময়ের সুন্য অবশ্যই একজন বৈদেশিক বিনিময়ের দালাল ( Foreign currency broker ) বা ব্যাংক ( Bank ) ব্যবহার করবে । এরূপ বিনিময়ের প্রক্রিয়ায় বাংলাদেশি কোম্পানিকে লাভ বা ক্ষতি গুণতে হতে পারে । এরূপ ক্ষতি বা লাভকে বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লাভ বা ক্ষতি বলা হয় । আন্তর্জাতিক ব্যবসায়ে বৈদেশিক বিনিময় বাজার ( Foreign exchange market ) বিষয়টি অন্যতম দুর্বোধ্য একটি বিষয় । এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কাঠামাে ( Framework ) প্রদান করে এবং দেশ ও বিদেশের বাজারকে প্রভাবিত করে । বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলাে একটি গ্রহণযােগ্য মুদ্রাকে তাদের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে । এরূপ গ্রহণযােগ্য মুদ্রা নির্ধারণে যে যে বিষয়গুলাে প্রভাব বিস্তার করে সেগুলাে হচ্ছে উভয় দেশ ঐ মুদ্রার সাথে পরিচিত কিনা , যে বিনিময় হার নির্ধারণ করা হবে তার সাথে লাভ - বা ক্ষতির সম্ভাবনা কতটুকু ইত্যাদি । বহুজাতিক কোম্পানিসমূহ তাদের আমদানি রফতানি বাণিজ্য পরিচালনার জন্য বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহার করে । আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বে প্রায় ১৫০ ধরনের মুদ্রা ব্যবহৃত হয় । কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্যের নিষ্পত্তি হয় ছয়টি বড় ধরনের মুদ্রার মাধ্যমে যে মুদ্রাগুলাে গ্রহণযােগ্যতা ও স্থায়িত্ব সমগ্র বিশ্বে সর্বাধিক । এরূপ ছয়টি মুদ্রা হচ্ছে ইউ এস ডলার ( US Dollar ) ; বৃটিশ পাউন্ড ( British Pound ) ; কানাডিয়ান ডলার ( Canadian Dollar ) , জাপানী ইয়েন ( Japanese yen ) , সুইস ফ্রা ( Swiss Fra ) এবং ইউরােপিয়ান ইউরাে ( European Euro ) .  বৈদেশিক বিনিময়ের সংজ্ঞায় নিজ দেশের মুদ্রা ব্যতীত অন্য সকল দেশের মুদ্রাকে বলা হয় বৈদেশিক মুদ্রা । বলা যায় যে , বৈদেশিক বিনিময়ের মাধ্যমে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি করা হয়ে থাকে । বৈদেশিক বিনিময়ের সাহায্যে আন্তর্জাতিক লেনদেনসমূহ নিষ্পত্তি করা হয় এবং এ কারণে বৈদেশিক বিনিময়কে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য।
 বিশ্বায়নের এত প্রতিশ্রুতির ফলে অনুন্নত এবং উন্নয়নশীল জাতিগুলাে বিশ্বায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে । তবে এই প্রতিশ্রুতি বিশ্বের মানুষের কতটুকু কল্যাণ সাধন করতে পেরেছে , তা ভেবে দেখা দরকার । বিশ্বায়ন বিশ্বের মানুষের প্রত্যাশা বাড়িয়ে দিলেও তা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে । প্রকৃতপক্ষে বিশ্বায়নের ফসল ধনীরা তুলে নিয়েছে । অর্থাৎ ধনীরা আরাে ধনী এবং গরিবরা আরাে গরিব হয়েছে । বর্তমানে ধনী দেশগুলাে মানবিকতাকে পদদলিত করে বিশ্বায়নকে বাণিজ্যিক , রাজনৈতিক , সাংস্কৃতিক আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহারের খেলায় মেতে উঠেছে ।
 মূলত ঊনবিংশ শতাব্দীর গােধূলী বেলায় দাঁড়িয়ে মানুষের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মনােভাব ধীরে ধীরে জাগ্রত হতে থাকে । দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বিশ্ববাসীকে বিহ্বল করে তােলে । তাই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ আশি ও নব্বইয়ের দশক থেকে বিশেষ করে সােভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতনের ফলে বিশ্বে যখন মেরুকরণ প্রক্রিয়ার বিলােপ ঘটে তখন থেকে চিন্তাশীল মানুষের মধ্যে বিশ্বায়ন ( Globalization ) - এর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকে ।

 onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️