আপনার ফোনে বারবার অপ্রয়োজনীয় এসএমএস আশায় আপনি বিরক্ত? আজি বন্ধ করুন বিরক্তিকর প্রমোশনাল এসএমএস


⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা !............................ কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আবারো আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক টি ।।।।   

আপনার ফোনে বারবার অপ্রয়োজনীয় এসএমএস আশায় আপনি বিরক্ত? আজি বন্ধ করুন বিরক্তিকর প্রমোশনাল এসএমএস।




এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে বিরক্তিকর এসএমএস আসা বন্ধ করেতে পারেন। অনেক সময় আমাদের ফোনে না চাইতেও অনেক এসএমএস আসে, যেগুলোতে আমরা অনেক বিরক্ত হই। এমনকি এমন সব এসএমএস আসে যেগুলো আমাদের প্রয়োজন নেই। বিশেষ করে এয়ারটেল এবং রবি, বাংলালিংক এ সমস্যাগুলো বেশি হয়। যদিও গ্রামীণফোন সিম গুলোতে প্রমোশনাল এসএমএস কমই পাওয়া আসে। তারপরও যদি আপনি আপনার ফোনে বেশি পরিমাণে প্রমোশনাল এসএমএস আশায় বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেগুলো বন্ধ করতে পারেন খুব সহজেই নিচের কোডগুলো ডায়াল করে।


 
গ্রামিনফোন *১২১*১১০১#
বাংলালিংক *১২১*৮*৬#
এয়ারটেল এবং রবি *৭#


 

 



 " আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, সরকারী বেসরকারী চাকরী, আপডেট সংবাদ, অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে টিপস জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে । আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!