⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
কত তারিখে সংবিধানের ৫ ম সংশােধনীকে হাইকোর্ট অবৈধ ঘােষণা করে ? উওর : ২০০৫ সালের ২৯ আগইট সংবিধানের ৫ ম সংশোধনী হাইকোর্ট অবৈধ ঘোষণা করে । কত তারিখে সংবিধানের ত্রয়ােদশ সংশােধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা কতে ? উত্তর : ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের সাত বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ সংবিধানের ত্রয়ােদশ সংশে পঞ্চদশ সংশােধনীর পূর্বে যে বিশেষ কমিটি গঠন করা হয় তা কত সদস্য বিশিষ্ট ? উত্তর : ১৫ জন । সংবিধান সংশােধন ‘ বিশেষ কমিটির চেয়ারম্যান কে ? উত্তর : সংবিধান সংশােধন বিশেষ কমিটির চেয়ারম্যান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী । পঞ্চদশ সংশােধনী বিল ’ আকারে জাতীয় সংসদে উত্থাপিত হয় কত তারিখে ? উত্তর : পঞ্চদশ সংশােধনী বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হয় ২৫ জুন ২০১১ সালে । পঞ্চদশ সংশােধনী বিল জাতীয় সংসদে উপস্থাপন করেন কে ? উত্তর : বাংলাদেশের ২৩ বছরের সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রথম টেকনােক্র্যাট মন্ত্রী হিসেবে ব্যারিস্টার শফিক আহমদ পঞ্চদশ সংশােধনী বিল জাতীয় সংসদে উপস্থাপন করেন । কোন ব্যক্তি সংবিধান সংশােধনী বিল উত্থাপন করলে বিলের পক্ষে ভােট দিতে পারেন নি ? উত্তর : আইন , বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ পঞ্চদশ সংশােধনী বিল উত্থাপন করলে বিলের পক্ষে ভােট দিতে পারেন নি । পঞ্চদশ সংশােধনী বিলে উত্থাপনকারী কেন ভােট দেন নি ? উত্তর : পঞ্চদশ সংশােধনী বিল উত্থাপনকারী টেকনােক্র্যাট মন্ত্রী হওয়ায় অর্থাৎ জাতীয় সংসদ সদস্য না হওয়ায় তিনি এ সংশােধনী বিলে ভােট দেন নি । কার শাসনামলে সংবিধানের অষ্টম সংশােধনী আনয়ন করে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম ’ ঘােষণা করা হয় ? উত্তর : জেনারেল এইচ , এম , এরশাদ এর শাসনামলে । সংবিধানের কোন সংশােধনী দ্বারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় ? উত্তর : সংবিধানের পঞ্চদশ সংশােধনী দ্বারা । বাংলাদেশে সংবিধানের চারটি সংশােধনী জাতীয় সংসদে উত্থাপনকারী মন্ত্রীর নাম কী ? উত্তর : মি . মনােরঞ্জন ধর । রাষ্ট্রধর্ম হবে ইসলাম এবং বিতর্কিত ঢাকার বাইরে ৬ টি জেলার হাইকোর্ট বেঞ্চ স্থাপন সংক্রান্ত সংবিধান সংশােধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন কে ? উত্তর : ব্যারিস্টার মওদুদ আহমদ । বর্তমানে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ? উত্তর : বর্তমানে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০ টি । কোন সংশােধনীর ফলে জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ টি হতে ৫০ টি করা হয় ? উত্তর : সংবিধানের পঞ্চদশ সংশােধনীর ফলে । বর্তমান সংবিধান অনুসারে কত জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে ? উত্তর : বর্তমান সংবিধান অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হবে । কোন সংশােধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে ? উত্তর : সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে । ২. পঞ্চদশ সংশােধনীর উল্লেখযােগ্য বৈশিষ্ট্য লিখ । উত্তর : ( ১ ) সংবিধানের ত্রয়ােদশ সংশােধনী বাতিল অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ , { জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন বৃদ্ধি ও ( ৩ ) নির্বাচন কমিশনের কমিশনার বৃদ্ধি । ২. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ( ১৭ সেপ্টেম্বর ২০১৪ ) কত বার সংশােধনী হয়েছে ? উত্তর : ১৬ বার ।
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ সংশােধন করে জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনা , রাষ্ট্র পরিচালনার মূলনীতির কোন সংশােধনী গণভােটের মাধ্যমে অনুমােদনের বিধান রাখা হয়েছে ? উত্তর : দ্বাদশ সংশােধনীতে । সংবিধানের ১৫ টি সংশােধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশােধনী কোন দুটি ? উত্তর : চতুর্থ সংশােধনী ও দ্বাদশ সংশােধনী । কোন সংশােধনীর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল ? উত্তর : বাংলাদেশ সংবিধানের ত্রয়ােদশ সংশােধনের মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল । ত্রয়ােদশ সংশােধনী কততম সংসদের মাধ্যমে হয় ? উত্তর : ৬ ষ্ঠ সংসদে ত্রয়ােদশ সংশােধনী পাস করা হয় । ত্রয়ােদশ সংশােধনী কত তারিখে জাতীয় সংসদে পাস হয় ? উত্তর : ১৯৯৬ সালে ২৭ মার্চ ত্রয়ােদশ সংশােধনী পাস হয় । ত্রয়ােদশ সংশােধনীটি জাতীয় সংসদে পেশ করেন কে ? উত্তর : ত্রয়ােদশ সংশােধনীটি জাতীয় সংসদে পেশ করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার । সংবিধানের কোন অনুচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে ? উত্তর : সংবিধানের ৫৮ - খ অনুচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে । সংবিধানের কোন অনুচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও উপদেষ্টাগণের নিয়ােগ করার কথা বলা হয়েছে ? উত্তর : সংবিধানের ৫৮ - গ অনুচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও উপদেষ্টাগণের নিয়ােগ করার কথা বলা হয়েছে । এয়ােদশ সংশােধনী অনুসারে কত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হবে ? উত্তর : ত্রয়ােদশ সংশােধনী অনুসারে একজন প্রধান উপদেষ্টা এবং অনধিক দশ জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে । ত্রয়ােদশ সংশােধনী আইনে প্রথমে কোন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়ােগ করা যেত ? উত্তর : সর্বশেষ অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতেন । বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ? উত্তর : বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান । বাংলাদেশে এ পর্যন্ত কত জন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ? উত্তর : চার জন ; যথা : ( ১ ) বিচারপতি হাবিবুর রহমান , ( ২ ) বিচারপতি লতিফুর রহমান , ( ৩ ) অধ্যাপক ড . ইয়াজউদ্দিন আহমেদ , ( ৪ ) ড . ফখরুদ্দীন আহমদ । ত্রয়ােদশ সংশােধনী আইনে রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে অন্যান্য উপদেষ্টাদের নিয়ােগ দিবেন ? উত্তর : রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করবেন । - বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশােধন বিল জাতীয় সংসদে কখন পেশ করা হয় ? উত্তর : ২০০৪ সালের ২৭ মার্চ তারিখে চতুর্দশ সংশােধন বিল জাতীয় সংসদে পেশ করা হয় । কোন সংশােধনী আইনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ টি করা হয় ? উত্তর : ত্রয়ােদশ সংশােধনী আইনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ টি করা হয় । এয়ােদশ সংশােধনী আইন অনুযায়ী বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স কত করা হয় ? উত্তর : ত্রয়ােদশ সংশােধনী আইন অনুযায়ী বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স ৬৫ থেকে ৬৭ বছর করা হয় । ২. সংবিধানের কোন অনুচ্ছেদ সংশােধন করে জাতীয় সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার এ শপথ পাঠ পরিচালনা করবেন ? উত্তর : সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদ সংশােধন করে , জাতীয় সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার এ শপথ পাঠ পরিচালনা করবেন ।
onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️