গুগল এ্যাডসেন্স হচ্ছে বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করার সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম @ 2020


⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।  

•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••

⭐গুগল এ্যাডসেন্স হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা যেটি গুগল নিজে পরিচালনা করছে। ব্লগ এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যাবহার করে যে অর্থ উপার্জন করার প্রক্রিয়া ই হলো এ্যাডসেন্স, গুগল এ্যাডসেন্স হচ্ছে বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করার সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম।



⭐আমরা যারা আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং করি সবাই কম বেশী গুগল এডসেন্স সম্পর্কে জানি, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের ও ভিবিন্ন ব্লগার ভালো পরিমান উপার্জন করে থাকেন গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে,অনেকে নিজেদের ব্লগ এর মধ্যে গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজ করে তা থেকে অর্থ উপার্জন করে, অনেকে আবার তাদের ইউটিউওব চ্যানেলে মনিটাইজেশন করে, তা থেকে টাকা উপার্জন করে থাকেন।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••

গুগল এ্যাডসেন্স হচ্ছে অত্যান্ত কার্যকরী ও বিশ্বের বৃহত্তম একটি অনলাইন এডভার্টাইজিং নেটওয়ার্ক যার মাধ্যমে বিশ্বের বড় বড় ব্লগার ও ওয়েব মাস্টাররা মনিটাইজ করে টাকা আয় করে থাকেন।
⭐কিভাবে গুগল এ্যাডসেন্স কাজ করে :-
এটা খুবই সহজ পদ্ধতি, আপনার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইটে গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে ভিবিন্ন বিজ্ঞাপন দিয়ে , এই বিজ্ঞাপন দেখার মাঝে ও প্রতি ক্লিকে নির্দিষ্ট পরিমান টাকা কিংবা ডলার দিয়ে থাকে, অর্থাৎআপনার ব্লগ সাইটে কিংবা ওয়েবসাইটে কিংবা ইউটিউওব চ্যানেলে মনিটাইজ করার পর গুগল এ্যাডসেন্সের এড এর মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
এ্যাডসেন্স থেকে কত টাকা আয় করতে পারবেন ।


⭐প্রথমবারেই এডসেন্স এর চিঠি হাতে পাবেন যা করলে

আমরা ইউটিউব চ্যানেল , ওয়েবসাইট যে কারনেই খুলে থাকিনা কেন একটা সময় ভাবি যে এখন ইনকাম করার একটা সিস্টেম করতে পারলে অনেক ভাল হত। তখন আমরা এডসেন্সের জন্য আবেদন করে থাকি। অনেক অপেক্ষার পর হয়তো আমরা এডসেন্সের এপ্রভাল পেয়ে যাই। কিন্তু যখন একাউন্টে ১০ ডলার এড হয় তখন তারা একটি চিঠি পাঠায় পোস্ট অফিসে যেই চিঠিতে একটি গুরুত্বপূর্ণ কোড থাকে যেটি না হলে আপনি টাকা ইনকাম করলেও তুলতে পারবেন না। তাই বুঝুন এটি কত গুরুত্বপূর্ণ। তবে আরা অনেকেই চেস্টা করে চিঠি পাইনা বা পেলেও অনেক সময় লাগে। তাই সবার জানা উচিত যে কিভাবে এড্রেস দেয়া সঠিক। আজ আপনাদের একটি নিয়ম বলে দিব সেভাবে এড্রেস দিবেন তারপর চিন্তামুক্ত থাকবেন।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
যেভাবে এড্রেস দিবেন এডসেন্সের পেমেন্ট অপশনে

নিচের সব কিছু আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে পরিবারের কারোটা দিবেন।

১. Name – নাম অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে পরিবারের কারোটা দিবেন

২. Adress line 1 – এড্রেস লাইন ১ এ আপনার গ্রাম মানে আপনার এলাকার নাম দিবেন এবং কমা দিয়ে বাসার নাম্বার বা নাম

৩. Adress line 2 – এখানে আপনার পোস্ট অফিস এর নাম দিবেন এবং থানার নাম দিবেন এভাবে
P.O : post office P.S : Police Station

৪. City – এখানে আপনার জেলার নাম দিবেন।

৫. Postal code – আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড দিবেন৷ না জানলে গুগলে আপনার পোস্ট অফিসের নাম লিখে সার্চ দিবেন।

৬. mobile number – এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন।


১০ ডলার হয়ে গেলে অটো পিন সেন্ড করে দিবে ২-৪ সপ্তাহের মধ্যে চিঠি পাঠাবে এর মধ্যে আপনার যা করনিয়ঃ


•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••



আপনি পোস্ট অফিসে যাবেন এবং আপনার এলাকার নাম বলবেন আর বলবেন এই এলাকায় চিঠি দেয় কে। তারপর যে আপনার এলাকায় চিঠি আদা প্রদান করে তাকে বলবেন এই নামে একটা চিঠি আসবে আর চিঠির ধরন এরকম হবে তাকে সব বুঝিয়ে বলে আসবেন সব কিছু এবং তার নাম্বার নিয়ে ২য় সপ্তাহ থেকে তার সাথে ফোনে যোগাযোগ রাখবেন ৭ সপ্তাহে একদিন কল করে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে এর পরের পোস্টে দেখাবো এডসেন্সে কিভাবে ব্যাংক একাউন্ট এড করবেন।



এটা আসলে নির্দিষ্টভাবে কেউ ই বলতে পারবে না যে আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এ্যাডসেন্স এর মাধ্যমে,এটা পুরোটাই নির্ভর করে আপনার সাইট এর ভিজিটর এর উপর এবং ক্লিক এর উপর, অর্থাৎ যত বেশী ভিজিটর ততবেশী ইনকাম, যত বেশী ক্লিক ততবেশী ইনকাম।
কেনো আপনি এ্যাডসেন্স থেকে ভালো পরিমান আয় করতে পারছেন না :-
ধরুন আপনার ব্লগ সাইট আছে কিংবা ওয়েবসাইট আছে এবং এ্যাডসেন্স এড করে মনিটাইজড ও করেছেন, কিন্ত আপনার সাইটে তেমন আয় হচ্ছে না, তার কারন কি?
এর কারন অনেক প্রকার হতে পারে, তার মধ্যে কিছু কারন নিচে উল্লেখ করা হচ্ছে ,
১) আপনার সাইটে যথেষ্ট পরিমান পোষ্ট নেই।
২) পোষ্টের মান ভালো না।
৩) ভিজিটর এর আগমন খুবই কম আপনার সাইটে।
৪) আপনি আপনার ব্লগে সময় মত আপডেট করেন না।

৫) আপনার সাইটে অধিকাংশ ভিজিটর এশিয়ান অর্থাৎ(বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তান) তাই সিপিসি এবং সিটিআর একদম ই পাচ্ছেন না ।


onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️