ইসলাম পবিত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মূলনীতি এবং আমরা প্রতিনিয়ত ও কিছু কাজ করে থাকি সেগুলো ভুল হচ্ছে কি না তা জেনে নিন


⚜️আস্সালামুআলাইুম⚜️…... বন্ধুরা ! কেমন আছেন সবাই? 🎀আশা করি সবাই ভালো আছেন। 💟💟💟 🔯 onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺

প্রিয় মুসলমান ভাই আপনারা কেমন আছেন ।
আশা করি ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি ।



আল্লাহ্ তায়ালা এ পৃথিবীতে বিরাট বড় দায়িত্ব দিয়ে গৌরবান্বিত করেছেন।

আর এ দায়িত্ব যে শিক্ষার মাধ্যমে স্বার্থক ও সফল করতে পারা যায় সে শিক্ষাই হল ইসলামী শিক্ষা। যে শিক্ষা মানুষকে
আল্লাহর সঙ্গে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, মানুষের সাথে ভাল সম্পর্ক করে তুলতে সহযোগিতা করে এটাই হল ইসলামী শিক্ষা।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••

এ পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পরে প্রধান কর্তব্য এবং দায়িত্ব
আছে দুটি। প্রথমতঃ হল
আল্লাহর জন্য দ্বিতীয় হল
আল্লাহর তায়ালার জন্য
সৃষ্টির প্রতি। আল্লাহ্ তায়ালার প্রতি যে
কর্তব্য তাঁকে বলা হয়ে থাকে হককুল্লাহ, অর্থাৎ আল্লাহ্তা য়ালার হক।আল্লাহ তায়ালার হক হল ধর্মীয় অনুষ্ঠানগুলো। যেমন –
1.নামায

2.রোজা,

3.যাকাত,

4.হজ

ইত্যাদি। আর দ্বিতীয় হল
হককুল খালক, তার মানে হল আল্লাহর সৃষ্টির জন্য দায় – দায়িত্ব। এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম
ভাগে মানুষ আর দ্বিতীয় ভাগে অন্যান্য সৃষ্টি কুল। যে শিক্ষা দ্বারা মানুষের প্রতি মানুষের কর্তব্য কতটা বা দায়িত্ব কতটুকু জানা যায় তাকেই ইসলামী শিক্ষা হিসাবে মুল্যায়ন করা যায়।

মানুষের জীবন তিনটি স্তরে
বিভক্ত। যেমন : -
(১) জন্মের
পূর্বের সময়,

(২) জন্মের
পরের সময়।

(৩) ইন্তেকালের
পরের সময়।

যে শিক্ষা দ্বারা এ তিনটি স্তর সম্পর্কে জ্ঞানঅর্জন করা যায় বা জানা যায় এটাই হল ইসলামী শিক্ষা।
মহান আল্লাহ্ তায়ালা মানুষের কল্যানের জন্য এ সৃষ্টি কুলের সব বস্তু প্রাণী এবং প্রদার্থকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের এ মহৎ ইচ্ছাকে উপলব্ধি করা তার ব্যক্তিজীবনে তার
প্রয়োজনীয়তা সঠিক ভাবে
কাজে লাগাতে পারে যেই
শিক্ষার মাধ্যমে তাই ইসলামী শিক্ষা।
ইসলামের ইবাদাতের প্রধান

ইসলামী পথঃ


আনুষ্ঠানিক ভাবে ইবাদত, যথাঃ নামায রোজা ইত্যাদি, হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, একজন মানুষের প্রতিটি ভাল কাজ আর সৎ কাজ ইবাদতের সমান। তাই যে

জ্ঞান বা শিক্ষা মানুষকে ভাল কাজ ও সৎ কাজ চালিত করে সে শিক্ষাই হল ইসলামী শিক্ষা নামে অভিহিত।

আল্লাহ্ তায়ালা সৃষ্টি পৃথিবীতে জানার এবং চেনার জ্ঞানর্জনের পথে কঠিন ও কোঠর গবেষণার স্পষ্টভাবে নির্দেশ আছে। যে শিক্ষার দ্বারা মানুষকে এ পথের পথিক হিসাবে রুপান্তরিত করতে পারে
সে শিক্ষাই ইসলামী শিক্ষা।

আসল কথা হল, যে শিক্ষা
দ্বারা দুনিয়ার চরাচরকে এক এবং অভিন্ন করতে পারে আত্মার আর দেহের সমন্বয় সাধিত করতে পারে, পরকাল আর ইহকালের রাস্তা দেখিয়ে
দিতে পারে, জীবন আর মৃত্যুর সন্ধি তৈরি করতে পারে সে শিক্ষাই হল ইসলামী শিক্ষা ।


 এমন কিছু কাজ যা আমরা হয়ত প্রায়ী করে থাকি এগুলো কি সঠিক না ভুল ।জেনে নিন ইসলাম কি বলে ।


এমন কিছু কাজ যা আমরা হয়ত প্রায়ী করে থাকি এগুলো কি সঠিক না ভুল ।
আসসালামু ওয়ালাইকুম । এমন কিছু কাজ সম্পর্কে যা হয়ত আমরা প্রায়ই করে থাকি ।




এগুলো কি ঠিক না ভুল চলুন জেনে নিন ।

(১) উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ,কারণ এইভাবে শয়তান শয়। (সহীহ বুখারী।)

(২) বাম হাতে খাওয়া বা পান করা
নিষিদ্ধ,কারণ বাঁ হাতে শয়তান খায়। (রিয়াদুস সালেহীন।)

(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ,কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা
মানুষেরা ফেলে দেয়, তা মুসলিম জিনদের খাবার।
(সহীহ বুখারী।)

(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ
করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন
জিনেরা বাইরে বের হয়।

(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান
জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার
চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত
শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে “আউযুবিল্লাহি….রাজীম”
এই দুয়া পড়ে
শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ্র কাছে আশ্রয় চাইতে হয়।
(সহীহ বুখারী, হিসনুল মুসলিম।)

(৬) মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে
মোরগের ডাক শুনে “আল্লাহুম্মা ইন্নি
আস-আসুকা মিং ফাযলিকা” এই দুয়া
পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। (হিসনুল মুসলিম।)

(৭) গোসলখানায় প্রসাব করা যাবে
না।। আল হাদিস (ইবনে মাজাহঃ৩০৪)

(৮) কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না।।(সহিহ বুখারিঃ ৩৯৫)

(৯) গুলি বা তীরের নিশানা
প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না।। (মুসলিমঃ ৫১৬৭)

(১০) ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না।।(আল কোরআন।)

(১১) স্বামী ব্যাতিত অন্য কারোর
জন্য সাজা হারাম।আল কোরআন,(আহজাবঃ
৩৩)

(১২) মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম।।
আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)

(১৩) কারো মুখমণ্ডলে আঘাত করা
যাবে না।।(মুসলিমঃ ৬৮২১)

(১৪) কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে
দৃষ্টিপাত করা যাবে না।।(মুসলিম ৭৯৪)

(১৫) আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।(আবু দাউদ৩২৫০
নাসায়ীঃ ৩৭৭৮।)

(১৬) কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না।।(আবু দাউদ ২৬৭৭)

(১৭) হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে
দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন।

তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক
দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ
থাকবেনা। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ-
উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা
আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ
হবেনা।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••
আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা।
অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। (সহীহ বুখারী, সহীহ মুসলিম।)

হে আল্লাহ! আমাদেরকে উপরোক্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন ।
আমিন।

 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️