উৎসাহমূলক কিছু কথা যা কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর স্পৃহা যোগাবে


⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••

উচ্চাকাঙ্ক্ষা নৌকার হালের মতাে— এটা মানুষকে তার লক্ষ্যে পৌছতে উৎসাহিত করে । প্রত্যেকেরই মহৎ উচ্চাকাক্ষা অবশ্যই থাকতে হবে । উন্নয়নশীল ধারণা : উচ্চাকাঙ্ক্ষা হলাে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছানাের স্পৃহা । জীবনে সফল হতে আমাদের অবশ্যই নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে । এটা হালের মতাে আমাদেরকে সাফল্যের কেন্দ্রবিন্দুর পথ দেখায় । উচ্চাভিলাষী মানুষ তার মধ্যে একটি পথ গঠন করতে পারে , নির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হতে । উচ্চাভিলাসশূন্য মানুষের সামনে কোন লক্ষ্য নেই । সে জীবনে জাপটাজাপটি করে । প্রত্যেকের অবশ্যই জীবনের নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে । ছাত্রদের তাদের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বয়সে তাদের উচ্চাকাঙ্ক্ষা নির্বাচন করতে হবে । তারা তাদের উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী চলতে পারে 
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••


ব্যবসায়ী , পেশাজীবী ও যে কোন ধরনের মানুষকে অবশ্যই তাদের উচ্চাকাঙ্গা নির্ধারণ করতে হবে । জীবনে সাফল্য লাভ করতে এটা অনুঘটকের মতাে । আমাদের মনে রাখা উচিত যে উচ্চাকাক্ষ্য নির্ধারণ করা উচিত নিজের শক্তি ও সামর্থ্যের ভিত্তিতে । যদি এটা অতি অপরিমিত হয় , এটা আমাদের জন্য হতাশা বয়ে নিয়ে আসবে । তাই অতি উচ্চাকাক্ষা পরিহার করা উচিত । শুধু মহৎ ও সীমাবদ্ধ উচ্চাকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশিত ফল পেতে আমাদেরকে চালিত করতে পারে ।



ক্রোধ মানবজাতির সবচেয়ে অজ্ঞ লক্ষণ- এটা খুব জন্য এটা মানবতার জন্য বিপজ্জনক -এটা যে কোন উপায়ে অবশ্যই পরিহার করতে হবে । উন্নয়নশীল ধারণা : ক্রোধ অর্থ অসন্তোষ ও শত্রুতার প্রবল অনুভূতি । এটা মানুষের পরম শত্রু । এটা সমাজে শান্তি ও সংহতি ধ্বংস করে । একজন রাগান্বিত ব্যক্তি একজন পশুর চেয়ে শ্রেষ্ঠতর নয় । সে শুধু নিজের জীবনকে অধঃপতিত করে না , সমাজে বৈষম্যও সৃষ্টি করে । একজন রাগান্বিত ব্যক্তি খুব চঞ্চল । সে জীবনে শান্তি পেতে পারে না । তার আচরণ অন্যদের ক্রুদ্ধ করতে পারে । তারাও রাগ নিজেদের মধ্যে পােষণ করে । তাই একজন রাগান্বিত ব্যক্তি সমাজে শত্রুতা জন্ম দেয় । সে বন্ধুত্ব করতে পারে না । 
•••••••• { Onlineinventionbd ~ is one of the best useful news™, Online Earning, BD Government jobs, update tips & tricks based website in Bangladesh } •••••••••

যখন একজন ব্যক্তি রাগে অধিষ্ঠিত হয় , তখন তার নৈতিক প্রবৃত্তি নিগৃহীত হয় এবং সে একজন বিচার বুদ্ধিসম্পন্ন জীব হিসেবে সে তার সত্তা ভুলে যায় ; রাগ তার মধ্য থেকে মানবতাবােধ ছিনিয়ে নেয় । তাই আমাদের রাগ পরিহার করা উচিত । আমাদের সমাজে - শান্তিতে বাস করতে হবে । তাই আমাদের সতর্ক হতে হবে যাতে রাগ আমাদের স্পর্শ করতে না পারে ।

  onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️