জয়পুরহাটে মাছের বাজার "বউবাজার" অনেক ভালো মাছ পাওয়া যায়


⚜️আস্সালামুআলাইুম⚜️ বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।

মাছ বাজার একটি ব্যস্ত এলাকা বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়—  

জয়পুরহাটে রেল স্টেশনের সামনে মাছের বাজার বসে ,  •••নাম বউ বাজার•••  সেখানে অনেক ভালো ভালো মাছ প্রতিদিন পাওয়া যায় প্রতিদিন বিকেল থেকে অনেক রাত পর্যন্ত মাছ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। মাছ গুলো অনেক ভালো আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন ।

সবধরনের খরিদ্দার এখানে জড়াে হয় এটি অবশ্যই পরিষ্কার - পরিচ্ছন্ন হওয়া দরকার । উন্নয়নশীল ধারণা : মাছ বাজার একটি বাজারের কেন্দ্র । এটি একটি ব্যস্ত এলাকা । বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় । এটি সাধারণত টিনের ছাদ বিশিষ্ট বাজার । বিক্রেতারা সারিবদ্ধভাবে বসে । তাদের সামনে একটি নির্দিষ্ট স্থানে প্রদর্শনের জন্য মাছের ঝুড়ি রাখা হয় । ক্রেতারা মাছের ঝুড়ির সামনে দাঁড়ায় । ক্রেতাদের যাওয়া - আসার জন্য সেখানে একটি সুসংযুক্ত স্বল্প পরিসর জায়গা আছে । মাছ বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষি চলে । প্রত্যেকে জিততে চায় । দরকষাকষির পর মাছ বিক্রি হয় । মাছ বাজারে ব্যস্ততম সময় সকাল ৮ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত । মাছ বাজার সর্বদা পানিতে সয়লাব থাকে । দোকানদাররা তাদের কুঁড়িতে পানি ছিটায় , মাছকে টাটকা ও জীবন্ত রাখতে । অনেক সময় দেখা যায় ক্রেতাদের জামাকাপড় ভেজা , যখন তাজা মাছ তাদের লেজ ঝাঁপটা দেয় ।  যাহােক , এই মাছ বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এটি আমাদের প্রয়ােজনীয় মাছ সরবরাহ করে । 

  onlineinventionbd.blogspot.com আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ !!!🌺🌺🌺 " আমরা আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিষয়সমূহ, অনলাইন আর্নিং, ব্লগার এসইও টিপস, বিডি সরকারী বেসরকারী চাকরী, সংবাদ, অনলাইন টিপস ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করি 💬" ⚜️ আশা করব আমাদের প্রতিটা পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে🎁🎁🎁 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️